গল্পগুচ্ছের প্রথমখণ্ডে বাংলা ১২৯১ হইতে ১৩০০ সালের মধ্যে প্রকাশিত গল্পগুলি প্রথম প্রকাশের ক্ৰম-অনুযায়ী সংকলিত হইল। প্রত্যেক রচনার শেষে সাময়িকপত্রে প্রকাশের কাল মুদ্রিত হইয়াছে । সর্বশেষ গল্প ‘খাতা' সম্ভবতঃ ১২৯৮ সালে হিতবাদী পত্রে প্রকাশিত , সে সম্বন্ধে নিঃসংশয় হওয়া যায় নাই বলিয়া উহা গ্রন্থাকারে প্রথম প্রকাশের তারিখ- অনুসারে ( ছোট গল্প : ১৫ ফাল্গুন ১৩০০ ) সংকলিত হইল ।