প্রাথমিক অংশ

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স থেকে পুরো এক বছরের জন্যে ছুটি দিয়ে দেয়া হয়েছে মাসুদ রানাকে। হাতে জরুরি কোন কাজ নেই বলে গত কয়েক মাস ধরে ভবঘুরের মত নানান দেশে ঘুরে বেড়াচ্ছে ও। তবে আগের মত আর পা দিচ্ছে না অনিয়মের ফাঁদে। খুব ভাল করেই জানে, প্রাণপ্রিয় দেশটির বড় কোন বিপদ এলে সেটা রুখে দিতে হলে আবারও গড়েপিটে নিতে হবে নিজেকে। তাই যেখানেই থাকুক, প্রতি ভোরে ঘুম থেকে উঠে পার্ক বা জঙ্গলে গিয়ে বিরতি ছাড়াই দৌড়োচ্ছে টানা দশ মাইল। এরপর শুরু হচ্ছে কঠিন সব ব্যায়াম। প্রশিক্ষণে কোথাও কোন ফাঁকি দিচ্ছে না ও।