দেবতাদের মধ্যে সবচেয়ে প্রাচীন আর মর্যাদার আসনে আসীন দেবতা ওডিন। ওডিন অনেক গোপন তত্ত্বকথা জানেন। তিনি জ্ঞানের জন্য তার একটা চক্ষু উৎসর্গ করেছিলেন। শুধু তাই নয়, জ্ঞানের জন্য, শক্তির জন্য, জাদুবিদ্যা শেখার জন্য তিনি নিজের নিকট নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি নয় রাত বিশ্ববৃক্ষ ইগড্রাসিল থেকে ঝুলে ছিলেন। তার শরীরের এক পাশ একটা বর্শা দ্বারা বিদ্ধ ছিল, যেটা তাকে খারাপভাবে আহত করেছিল। বায়ুরা তার চারপাশ ঘিরে ছিল, যেন তারা তার শরীর নিয়ে ভোজ করছে। নয় দিন তিনি কিছুই খাননি, এমনকি কিছু পানও করেননি। প্রবল যন্ত্রণায় একাকী তার প্রাণের আলো ক্রমশই নিভে আসছিল।