Cover image of নয় এ মধুর খেলা

নয় এ মধুর খেলা

জাহানারা ইমাম
উপন্যাস

প্রাথমিক অংশ

সাতদিন পরে ফ্লাইট। ঢাকা থেকে লন্ডন, হিথরো বিমানবন্দরে তিনঘণ্টা পরে কানেক্‌টিং ফ্লাইটে সোজা ওয়াশিংটন ডি.সি.। সব বুকিং কনফার্মড, ওয়াশিংটন ডি.সি-তে টিনাকে ইন্টারন্যশনাল ভিজিটার্স প্রোগ্রামের পক্ষ থেকে লোক আসবে এয়ারপোর্টে, রিসিভ করতে। এর মধ্যে হঠাৎ সাব্রিনার টেলিফোন, ফ্রাংকফুর্ট থেকে। ‘তুমি নাকি অ্যামেরিকা যাচ্ছ একমাসের একটা প্রোগ্রামে?’ টিনা অবাক হল, ‘হ্যাঁ তোমাকে তো চিঠি দিয়েছি নিউইয়র্কের ঠিকানায়। পাওনি?’