Cover image of হীরক সিন্দুকের সন্ধানে

হীরক সিন্দুকের সন্ধানে

অনিল ভৌমিক
এডভেঞ্চার

প্রাথমিক অংশ

তখন সকাল হয়েছে। নজরদার পেড্রো মাস্তুলের মাথায় ওর জায়গা ছেড়ে নিচে নেমে এল। চলল ফ্রান্সিসের কাছে। পেড্রো ফ্রান্সিসের কেবিনঘরের দরজায় টোকা দিল। ফ্রান্সিস একটু গলা চড়িয়েই বলল–এসো। পেড্রো ঢুকল। বলল–ফ্রান্সিস–একটা অদ্ভুত ঘটনা। -কী ঘটনা? ফ্রান্সিস জানতে চাইল। – -এরকম ঘটনা। ভয়ের কথা। –সোজা বল না বাপু-ঘটনাটা কী? –এখানে ছোট্ট বন্দর মত দেখলাম। –আরো জাহাজ নোঙর করে আছে? –হ্যাঁ। তবে একটা মাত্র জাহাজ। বেশ এবার বলো। কী আর বলবো। অদ্ভুত ঘটনা। ফ্রান্সিস এবার সত্যিই রেগে গেল। গম্ভীর স্বরে বলল–এখনও বলো অদ্ভুত ঘটনাটা কী? নইলে বিদেয় হও। –মাস্তুল থেকে দেখলাম একটা ছোট জাহাজ নোঙর করা আছে। অদ্ভুত ব্যাপারটা হল জাহাজটায় জনপ্রাণী নেই। মানুষ তো দূরের কথা একটা ঘোড়াও নেই। ফ্রান্সিস একটু ভেবে নিয়ে বলল–হয়তো বন্দরে নেমে খেতে টেতে গেছে।