প্রাথমিক অংশ

কুয়াশা এখন ঘন হয়নি, তাই সিগালগুলোকে ফিরে যেতে দেখতে পেল নীল। বন্দর ছাড়ার পরেই ওরা জাহাজের ওপর পাক খেতে থাকে। নির্দিষ্ট সীমায় পৌঁছে ফিরে যায় ডাঙায়। যেখানে ওরা যেতে পারবে না সেখানে একটা জাহাজ যাচ্ছে, সেই খুশিতে একটু সঙ্গী হওয়া, না যেতে নিষেধ করার জন্যে সঙ্গে উড়ে আসা। কিন্তু ওরা ফিরে যাওয়ার পর মন উদাস হল। এই জাহাজের পেটে রয়েছে এক কোটি ডলারের দামি ইলেকট্রনিক্স বাক্স। এগুলো পৌঁছে দিতে হবে আফ্রিকার ডারবান বন্দরে। ইলিয়ট রোড আর সার্কুলার রোডের মোড়ে ট্রাম আর বাসের সংঘর্ষে যে চারজন মানুষ মারা যান তাদের মধ্যে নীলের মা ছিলেন। সেই সময় নীল নিউমার্কেটে ঘুরছিল একটা আমেরিকান টুরিস্টের সঙ্গে। লোকটার ইংরেজি উচ্চারণ কেউ বুঝতে না পারায় নীল দোভাষীর কাজ করছিল। বেকার জীবনে ওটাই তার একমাত্র রোজগারের রাস্তা ছিল। ছ’শো টাকা হাতে পেয়ে নিউমার্কেট থেকে ভালো হ্যাম আর পাউরুটি কিনে সে যখন বাড়িতে পৌঁছল তখন প্রতিবেশীরা খবরটা দিল।